- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২২-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:৫০
সৈয়দপুরে তালা ভেঙে স্বর্ণ চুরির ঘটনায় ২ জন, ১ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►
সৈয়দপুরে বিভিন্ন ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বাসার তালা ভেঙে প্রায় ৪ লাখ টাকার স্বর্ণ চুরির ঘটনায় জড়িত ২ যুবকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী রয়েছে। সেইসাথে ১ কেজি গাঁজাসহ আটক একজনকে থানায় সোপর্দ করেছে র্যাব। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের নীলফামারী জেলা আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শহরের চাউলহাটির বিশিষ্ট ব্যবসায়ী ইকবালের হাওয়াদারপাড়ার বাসায় বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। এতে বাসার তালা ভেঙ্গে চোরেরা প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন স্বর্ণালংকার চুরি করে। এই ঘটনায় রাতেই খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। সকাল পর্যন্ত ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করে। আটক যুবকরা হলো হাওয়ালূারপাড়ার কলিমের ছেলে রাজু (৩২) ও সৈয়দপুর উপজেলার পার্শবর্তী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি চাকলাহাট এলাকার লাল মিয়ার ছেলে আরিফ (২৮)।
একই রাতে অভিযান চালিয়ে পৃথক বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক মামলায় ১ মাসের সাজাপ্রাপ্ত আসামী ইমরান হোসেন ওরফে পোম্মান (৩২)। সে শহরের অফিসাস কলোনীর মৃত রহিমের ছেলে। সিআর ও জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী রকিউল ইসলাম (৩৫)। সে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ বোতলাগাড়ী গ্রামের মৃত জব্বারের ছেলে। উত্তরা আবাসনের হোসেন আলীর ছেলে অনন্ত (২৫) ও অফিসার কলোনীর চুন্নু মিয়ার ছেলে শাহজাদা ওরফে সুরুজ (৩৮)। এই আসামীদের গ্রেফতার করে এএসআই নুর আমিন ও মোঃ শহিদুল ইসলাম।
অপরদিকে বুধবার বিকালে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের মিস্ত্রীপাড়া বসুনিয়াপাড়া মোড় থেকে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইদুল (৪৫) কে গ্রেফতার করে র্যাব। সে শহরের মুন্সিপাড়া খেজুরবাগ মসজিদ এলাকার সুলতানের ছেলে। রাতে র্যাব মাদক মামলা রজু করে তাকে থানায় সোপর্দ করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত সকল আসামীকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পরে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।